spot_img

ভেনেজুয়েলায় বসবাসরত ইরানিরা নিরাপদে আছেন: আরাগচি

অবশ্যই পরুন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ভেনেজুয়েলায় বসবাসরত ইরানি নাগরিকরা সুস্থ ও নিরাপদ আছেন এবং এখন পর্যন্ত কোনো সমস্যা সম্পর্কে তারা দেশে কোনো অভিযোগ বা প্রতিবেদন পাঠাননি।

সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, বৈঠকে যুক্তরাষ্ট্রের আগ্রাসন ও আন্তর্জাতিক অঙ্গনে দেশটির অবৈধ ও অন্যায় আচরণসহ সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

ভেনেজুয়েলার পরিস্থিতি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন শক্তির ভাষায় শান্তির কথা বলেন, তখন তা আসলে ‘জঙ্গলের আইন’-এর প্রতিফলন—অর্থাৎ যার শক্তি বেশি, সে যা খুশি তাই করতে পারে। তিনি বলেন, এটি একটি নতুন বাস্তবতা, যা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও বিশ্বের প্রায় সব দেশকে ভাবতে বাধ্য করেছে।

আরাগচি আরও জানান, সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার সর্বশেষ পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাবলি পর্যালোচনা করা হয়েছে। তিনি বলেন, ভেনেজুয়েলায় ইরানের দূতাবাস স্বাভাবিকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশটিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা নিয়মিত দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, ইরানি নাগরিকদের পরিস্থিতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তাদের অবস্থা সম্পর্কে নিয়মিত প্রতিবেদন নেওয়া হচ্ছে। বর্তমানে সেখানে বসবাসরত ইরানিদের অবস্থা সম্পূর্ণ ভালো রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

সর্বশেষ সংবাদ

বিদ্যুৎ ও জ্বালানি গবেষণায় স্বতন্ত্র ইনস্টিটিউশন গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন, গবেষণা এবং নীতিনির্ধারণকে প্রাতিষ্ঠানিক ও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে একটি স্বতন্ত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ