সম্মিলিত ইসলামী ব্যাংকে ২ দিনে জমা পড়েছে ৪৪ কোটি টাকা। উত্তোলন হয়েছে ১শ ৭ কোটি ৭৭ লাখ টাকা। নতুন ডিপোজিটরা যখন তখন টাকা উত্তোলন করতে পারবেন। অর্থলুটে সহায়কারী ব্যাংক কর্মকর্তারা রেহাই পাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের মধ্যে যারা ক্যান্সার ও কিডনি ডায়ালাইসিসের রোগী, তাদের পুরো টাকা তোলার সুযোগ রাখা হচ্ছে বলে জানান তিনি।
সোমবার (৫ জানুয়ারি) সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গভর্নর জানান, অ্যাকাউন্ট হোল্ডার নিজেরা সরাসরি আবেদন করলে এটি প্রসেস করা হবে। সে প্রেক্ষিতে সার্ভারে এটি এভেইলেবেল করা হবে। আত্মীয় স্বজন আবেদন করলে এটি সম্ভব হবে না।
সার্ভারে তথ্য না থাকায় এখন এটি করা সম্ভব হচ্ছে না। আবেদন পেলে ও সঙ্গে রোগের বিস্তারিত প্রমাণাদি দিলেই এই অর্থ দেয়া সহজ হবে বলেও জানান ড. মনসুর।
খুব শিগগিরই নতুন ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠন হবে জানিয়ে তিনি আরও বলেন, কারো চাকরি নিয়ে চিন্তা নেই। তবে ফরেনসিক রিপোর্টে দায়ীদের চিহ্নিত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

