ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) টানা দ্বিতীয় ম্যাচে হোঁচট খেলো বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। এবার শেষ মুহূর্তের রোমাঞ্চে ফুলহ্যামের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে অলরেডস।
ঘরের মাঠে ম্যাচের শুরুতেই লিড নেয় ফুলহ্যাম। গোল করেন হ্যারি উইলসন। বিরতির পর লিভারপুলকে সমতায় ফেরান ফ্লোরিয়ান ভির্টজ। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ।
ম্যাচের যোগ করা সময়ে সফরকারীদের এগিয়ে নেন কোডি গাকপো। তবে শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে লিভারপুলের জয় কেড়ে নেন হ্যারিসন রিড। ২-২ সমতায় শেষ হয় ম্যাচ।
এই ড্রয়ের পর শীর্ষে থাকা আর্সেনালের (৪৮) সঙ্গে লিভারপুলের (৩৪) পয়েন্টের ব্যবধান দাঁড়াল চৌদ্দতে। এতে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও অনেকটাই কমে গেল আর্নে স্লটের দলের।

