যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের পর ভেনেজুয়েলার প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইরান। এ নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং ভেনেজুয়েলার বলিভারিয়ান প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো।
আলোচনায় আব্বাস আরাঘচি ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ এবং দেশটির বৈধ প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীর অপহরণের ঘটনায় তীব্র নিন্দা জানান। তিনি এ ঘটনাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের স্পষ্ট উদাহরণ’ এবং ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও জনগণের জাতীয় ইচ্ছার সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভেনেজুয়েলার জনগণ ও তাদের নির্বাচিত সরকারের প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সমর্থন অব্যাহত থাকবে।’
এদিকে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইরানের নীতিগত অবস্থান ও সংহতি প্রকাশের জন্য কৃতজ্ঞতা জানান। ইভান গিল পিন্টো বলেন, ‘যুক্তরাষ্ট্রের অবৈধ ও চাপ প্রয়োগমূলক নীতির মুখেও ভেনেজুয়েলার জনগণ ও সরকার জাতীয় সার্বভৌমত্ব এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।’
এই ফোনালাপ এমন এক সময়ে হলো, যখন ভেনেজুয়াকে ঘিরে ওয়াশিংটনের সাম্প্রতিক পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ইরান এর আগেও লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করে আসছে, যা আন্তর্জাতিক আইন, জাতীয় সার্বভৌমত্ব ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের পরিপন্থী বলে তেহরান মনে করে।
সূত্র: মেহের নিউজ

