spot_img

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানালো ইরান

অবশ্যই পরুন

ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ‘স্পষ্ট ও জঘন্য লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছে।

আজ শনিবার (৩ জানুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ একটি সরাসরি ‘আগ্রাসনের শামিল’।

একই সঙ্গে এটি জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন, যেখানে সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে বলপ্রয়োগ নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে, শনিবার যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে বৃহৎ পরিসরের সামরিক হামলা চালায় বলে জানানো হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে দাবি করেন, ওই অভিযানের সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে ‘গ্রেপ্তার’ করে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে।

ইরান তাদের বিবৃতিতে ভেনেজুয়েলার জাতীয় সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষার বিষয়টি পুনর্ব্যক্ত করে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, আইনি ও নৈতিক দায়বদ্ধতা থেকে যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘আক্রমণ’ বা ‘আগ্রাসন’ অবিলম্বে বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ইরানের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

শুক্রবার ইরান জানায়, তাদের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো ধরনের হস্তক্ষেপ তারা কঠোরভাবে প্রত্যাখ্যান করবে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি ‘শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করে’, তাহলে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেবে।

উল্লেখ্য, জাতীয় মুদ্রা রিয়ালের ব্যাপক অবমূল্যায়নের প্রতিবাদে গত রোববার থেকে ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। এসব ঘটনার প্রেক্ষাপটে ভেনেজুয়েলা ইস্যুতে ইরানের কঠোর অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সর্বশেষ সংবাদ

মাহমুদউল্লাহর ফিফটির পর মুস্তাফিজের দারুণ বোলিংয়ে জিতল রংপুর

দুর্দান্ত বোলিংয়ে রংপুর রাইডার্সকে নাগালেই রেখেছিল ঢাকা ক্যাপিটালস। মাঝারি মানের লক্ষ্য তাড়ায় শুরুটাও ভালো পেয়েছিল তারা। কিন্তু সময়মতো ব্যাটিংয়ের...

এই বিভাগের অন্যান্য সংবাদ