spot_img

মোস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে বিসিসিআইয়ের নির্দেশ

অবশ্যই পরুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের কয়েকটি সংগঠনের দাবির মুখে তাকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, সাম্প্রতিক সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কেকেআর কর্তৃপক্ষকে তাদের বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে কেকেআর চাইলে মোস্তাফিজের পরিবর্তে অন্য কোনো বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ পাবে বলেও তিনি উল্লেখ করেন।

ভারতের সংবাদমাধ্যমগুলোর দাবি, বাংলাদেশে সংখ্যালঘু পরিস্থিতির অভিযোগ তুলে ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের বয়কটের ডাক দেয় কয়েকটি কট্টরপন্থী সংগঠন। এই বিতর্ক আরও উসকে দেন ভারতের আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর এবং বিজেপি নেতা সঙ্গীত সোম।

কেকেআর ম্যানেজমেন্টকে সরাসরি মুস্তাফিজকে দল থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান দেবকীনন্দন ঠাকুর। বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেওয়ায় কেকেআর মালিক শাহরুখ খানের সমালোচনা করে কঠোর মন্তব্য করেন সঙ্গীত সোম।

উল্লেখ্য, এবারের আইপিএল নিলামে বড় চমক ছিলেন মুস্তাফিজুর রহমান। ২ কোটি রুপি ভিত্তি মূল্যের এই পেসারকে নিয়ে কাড়াকাড়ির পর শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। এটি আইপিএল ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড। তবে বিসিসিআইয়ের এই আকস্মিক নির্দেশনার ফলে মাঠের লড়াইয়ের আগেই সেই রেকর্ডে ছেদ পড়ার উপক্রম হয়েছে।

সর্বশেষ সংবাদ

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার ও উদ্ভাবনী সক্ষমতা প্রদর্শনের লক্ষ্য নিয়ে পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ)। শনিবার (৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ