spot_img

শেষ বন্দির লাশ ফেরত না দিলে গাজায় সব সহায়তা বন্ধ

অবশ্যই পরুন

অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের দেওয়া ২০ দফা যুদ্ধবিরতি পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে ধীরগতি দেখাচ্ছেন। গাজায় এখনো প্রয়োজনীয় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ করতে দেয়নি ইসরায়েল। নেতানিয়াহুর দাবি, শেষ বন্দির মরদেহ ফেরত না দেওয়া পর্যন্ত চুক্তির দ্বিতীয় ধাপে যাওয়া যাবে না।

বুধবার প্রকাশিত আল জাজিরার এক বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে। সেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়েছে।

গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া—যুক্তরাষ্ট্রের ২০ দফা পরিকল্পনার প্রথম ধাপ। আল জাজিরার ওই বিশ্লেষণে আরও ধারণা দেওয়া হয়েছে, নেতানিয়াহু ভবিষ্যতে নিজেদের সুবিধাজনক সময়ে হামাসের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালানোর সুযোগ খুঁজছেন। তিনি হামাসকে নিরস্ত্রীকরণের শর্ত যুক্ত করেছেন—যা ট্রাম্পও সমর্থন করেছেন। তবে হামাস এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, অস্ত্রের বিষয়টি ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ আলোচনার বিষয়।

যুক্তরাষ্ট্রের দেওয়া ২০ দফা যুদ্ধবিরতি পরিকল্পনায় গাজায় আটক সব বন্দির (জীবিত ও মৃত) বিনিময়, মানবিক সহায়তা প্রবেশ এবং সামরিক অবস্থান স্থগিতের পর দ্বিতীয় ধাপে যাওয়ার কথা বলা হয়েছে। এই ধাপে গাজা শাসনের জন্য একটি কারিগরি কমিটি গঠন এবং আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বিভিন্ন কারণ ব্যাখ্যা করে বলা হয়েছে, নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে চুক্তির দ্বিতীয় ধাপ এড়িয়ে যেতে চাইছেন।
সূত্র: আল জাজিরা

সর্বশেষ সংবাদ

ইরানে আবারও হামলা করা নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা নেতানিয়াহুর

ইরানে দ্বিতীয় দফা হামলার সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, বিভিন্ন সংবাদমাধ্যমের...

এই বিভাগের অন্যান্য সংবাদ