spot_img

মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে কোমায় অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান

অবশ্যই পরুন

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন দেশটির জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান ডেমিয়েন মার্টিন।

গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় তার শারীরিক অবস্থার খবর ছড়িয়ে পড়ে। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, বর্তমানে কৃত্রিমভাবে তাকে কোমায় রাখা হয়েছে।

উল্লেখ্য, বক্সিং ডে’তে বাড়িতে বিশ্রাম নিতে শুয়ে পড়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৫৪ বছর বয়সী মার্টিন। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। এরপর ধরা পড়ে মেনিনজাইটিসে আক্রান্ত হয়েছেন মার্টিন।

১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে মোট ৬৭ টেস্ট খেলেছেন তিনি। ৪৬.৩৭ গড়ে ১৩ সেঞ্চুরি, ২৩ ফিফটিসহ ৪৪০৬ রান করেন মার্টিন।

অন্যদিকে, ২০৮ ওয়ানডেতে ৪০.৮০ গড়ে ৫ সেঞ্চুরি, ৩৭ ফিফটিসহ তার রান ৫৩৪৬। ৪টি টি-টোয়েন্টিতে ১৬২.১৬ স্ট্রাইক রেটে ১২০ রান করেছেন মার্টিন। জিতেছেন ১৯৯৯ ও ২০০৩ বিশ্বকাপ এবং ২০০৬ চ্যাম্পিয়নস ট্রফি।

সর্বশেষ সংবাদ

অবশেষে মোস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে মুখ খুললো আইসিসি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাধ্য হয়ে বাংলাদেশি তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এরপরই টি-টোয়েন্টি...

এই বিভাগের অন্যান্য সংবাদ