spot_img

১ জানুয়ারি বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

অবশ্যই পরুন

দেশীয় পণ্যের প্রচার, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং উদ্যোক্তাদের নতুন বাজারের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ-২০২৬)। পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৯ ডিসেম্বর) এক্সিবিশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ, অতিরিক্ত সচিব (রপ্তানি) আব্দুর রহিম খান এবং ইপিবির মহাপরিচালক বেবি রাণী কর্মকার।

বাণিজ্য সচিব জানান, এবার মেলায় অনলাইনে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ, ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে। দর্শনার্থীরা অনলাইনে টিকিট কেটে কিউআর কোড স্ক্যান করে প্রবেশ করতে পারবেন। যাতায়াত সহজ করতে বিআরটিসির ডেডিকেটেড শাটল বাসের পাশাপাশি স্বল্পমূল্যে ‘পাঠাও’ সার্ভিস যুক্ত হয়েছে।

রপ্তানি খাতের সক্ষমতা তুলে ধরতে মেলায় থাকছে বিশেষ ‘Export Enclave’।

পাশাপাশি ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে নির্মাণ করা হয়েছে বাংলাদেশ স্কয়ার। সম্ভাবনাময় খাতভিত্তিক সেমিনার ও আলোচনাসভা আয়োজনের উদ্যোগও নেওয়া হয়েছে।

মেলায় থাকছে ইলেক্ট্রনিক্স ও ফার্নিচার জোন, সিনিয়র সিটিজেনদের জন্য সিটিং কর্নার, শিশুদের জন্য দুটি শিশু পার্ক এবং উন্মুক্ত সাংস্কৃতিক কেন্দ্র। নারী উদ্যোক্তা, প্রতিবন্ধী এবং কুটির, তাঁত, হস্তশিল্প উদ্যোক্তাদের জন্য সংরক্ষিত স্টল রাখা হয়েছে।

এবার মেলায় পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ। বিকল্প হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাধ্যমে পরিবেশবান্ধব শপিং ব্যাগ সরবরাহ করা হবে স্বল্পমূল্যে।

পূর্বাচলে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত এই মেলায় ৩২৪টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্টুরেন্ট বরাদ্দ দেওয়া হয়েছে। দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রদর্শিত হবে বস্ত্র, মেশিনারি, ফার্নিচার, ইলেকট্রনিক্স, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও জুতা, কসমেটিক্স, হোম ডেকর, খেলনা, স্টেশনারি, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, হস্তশিল্পসহ নানা পণ্য।

দর্শনার্থীদের জন্য কুড়িল বিশ্বরোড, ফার্মগেট, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে ২০০টির বেশি বিআরটিসি শাটল বাস চলবে।

ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা থেকে ১৩০ টাকার মধ্যে। মেলা চলবে সকাল ৯টা ৫৫ মিনিট থেকে রাত ৯টা ৫০ মিনিট পর্যন্ত, সাপ্তাহিক ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত।

টিকিট মূল্য

প্রাপ্তবয়স্ক: ৫০ টাকা। শিশু (১২ বছরের নিচে) : ২৫ টাকা

মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও জুলাই আন্দোলনে আহতরা কার্ড দেখিয়ে বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন।

নিরাপত্তা ও সেবা
মেলার নিরাপত্তায় থাকবে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, এপিবিএন ও গোয়েন্দা সংস্থা। সিসিটিভি, আর্চওয়ে, মেটাল ডিটেক্টর এবং সার্বক্ষণিক ফায়ার সার্ভিস মোতায়েন থাকবে।

স্বাস্থ্যসেবার জন্য থাকবে ফ্রি প্রাথমিক চিকিৎসা, মানসম্মত খাবারের জন্য প্রিমিয়ার রেস্টুরেন্ট ও ৫০০ আসনের ক্যাফেটেরিয়া। খাদ্যের মান নিয়ন্ত্রণে প্রতিদিন ভেজালবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

পরিচ্ছন্নতা ও পার্কিং
দুই শতাধিক পরিচ্ছন্নতাকর্মী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। পুরুষ ও নারীদের জন্য পর্যাপ্ত টয়লেট সুবিধা থাকবে। ৫০০ গাড়ির দ্বিতল কার পার্কিংসহ মোট ৩টি বড় পার্কিং এলাকা প্রস্তুত রাখা হয়েছে।

১৯৯৫ সাল থেকে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবারও দেশীয় পণ্যের প্রসার, উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ

ইরানে হামলার হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি চালিয়ে গেলে দেশটিতে পুনরায় বড় ধরণের হামলার হুমকি দিয়েছেন। ইসরায়েলি প্রেসিডেন্ট...

এই বিভাগের অন্যান্য সংবাদ