চলতি বছরে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রথমবারে মতো ব্যালন ডি’অর জিতেছেন ওসামান দেম্বেলে। তার হাত ধরেই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জিতেছে পিএসজি। এদিকে বছর শেষ না হতেই ২০২৬ সালের ব্যালন ডি’অরের র্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম গোলডটকম।
ফুটবলারদের ক্লাব ও আন্তর্জাতিক পারফরম্যান্স বিশ্লেষণ করে প্রকাশ করেছে ২০২৬ ব্যালন ডি’অর পাওয়ার র্যাঙ্কিং। ১০ জনের এই তালিকায় জায়গা পেয়েছেন সর্বাধিক আটবার ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি।
তবে সবচেয়ে আলোচিত বিষয় হলো— এবারের পাওয়ার র্যাঙ্কিংয়ে জায়গা হয়নি তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর। আল নাসরের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন এই তারকা ফুটবলার। তার নাম থাকায় অনেকেই অবাক হয়েছেন।
গোল ও সামগ্রিক পারফরম্যান্সের বিচারে এই র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। চলতি মৌসুমে তিনি ইতোমধ্যে ৩৫ গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিনটি গোল। পাশাপাশি মৌসুমের শুরুতেই জিতেছেন সুপারকাপ, যা তার অবস্থান আরও শক্ত করেছে।
দ্বিতীয় স্থানে আছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং হালান্ড। তিনি এখন পর্যন্ত ৩৮ গোল করার পাশাপাশি ছয়টি গোলে সহায়তা করেছেন। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগসহ সম্ভাব্য সব শিরোপার দৌড়ে রয়েছে তার দল।
তৃতীয় স্থানে রয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। চলতি মৌসুমে তিনি ৩৮ গোলের সঙ্গে আটটি গোলে সহায়তা করেছেন। ক্লাব ফুটবলে সম্ভাব্য সব শিরোপার লড়াইয়ে থাকায় ব্যালন ডি’অর দৌড়েও তিনি অন্যতম শক্ত দাবিদার।
চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন বার্সেলোনার বিস্ময় বালক লামিন ইয়ামাল। তরুণ বয়সেই তিনি ১০ গোল ও ১৪ অ্যাসিস্ট করে দলের আক্রমণভাগে বড় প্রভাব রাখছেন এবং শিরোপা দৌড়ে বার্সেলোনার গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছেন।
পঞ্চম স্থানে আছেন আর্সেনালের ইংলিশ মিডফিল্ডার ডেক্লান রাইস। মিডফিল্ড নিয়ন্ত্রণের পাশাপাশি তিনি তিন গোল করেছেন এবং আট গোলে সহায়তা দিয়ে দলের ভারসাম্যে বড় ভূমিকা রাখছেন।
ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছেন যথাক্রমে পিএসজির পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহা, বায়ার্ন মিউনিখের ফরাসি মিডফিল্ডার মাইকেল ওলিস, লিভারপুল ছেড়ে বায়ার্নে যোগ দেয়া কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াজ, আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির তারকা লিওনেল মেসি এবং পিএসজির মরক্কোর তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমি।
আগামী মাসগুলোতে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলের বড় মঞ্চে পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই বদলাতে থাকবে এই পাওয়ার র্যাঙ্কিং। সেই সঙ্গে ধীরে ধীরে পরিষ্কার হবে— শেষ পর্যন্ত কার হাতেই উঠতে যাচ্ছে ২০২৬ সালের বহুল আলোচিত ব্যালন ডি’অর।

