spot_img

পুলিশ সদর দপ্তরে বড় রদবদল

অবশ্যই পরুন

পুলিশ সদর দপ্তরে প্রশাসন বিভাগসহ উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে বড় রদবদল আনা হয়েছে। বর্তমান কর্মরত এবং সদ্য যোগদান করা কর্মকর্তারা এই নতুন পদায়ন পেয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) এক অফিস আদেশে এই বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, পুলিশ সদরদপ্তরের লজিস্টিকস বিভাগের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে সরিয়ে প্রশাসন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তাপতুন নাসরীনকে ডিআইজি হেডকোয়ার্টার্স হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যান্য কর্মকর্তাদের মধ্যে আশিক সাঈদকে ইকুইপমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট শাখার ডিআইজি করা হয়েছে। আর লজিস্টিকস বিভাগে নতুন দায়িত্ব পেয়েছেন সারোয়ার মুর্শেদ শামীম। এ ছাড়া আতিকুর রহমানকে ফিন্যান্স এবং মোস্তাফিজুর রহমানকে ডেভেলপমেন্ট শাখার ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

লন্ডনে গ্রেফতার গ্রেটা থুনবার্গ

ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেয়ায় সুইডেনের জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেফতার করেছে যুক্তরাজ্যের পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গ্রেফতারের সময় ফিলিস্তিনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ