spot_img

বাংলাদেশের ফুটবল উন্নয়নে বাফুফের পাশে ইউরোপীয় ইউনিয়ন

অবশ্যই পরুন

দেশের ফুটবল উন্নয়নে স্পনসরশিপ এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ খতিয়ে দেখতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

গতকাল রোববার (২১ ডিসেম্বর) বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি ফুটবলের মাধ্যমে ক্রীড়া কূটনীতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠক শেষে মাইকেল মিলার বলেন, “আমরা এখানে এসেছি বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলোকে স্পনসর করার সম্ভাবনাগুলো দেখতে। আজকের আলোচনা ছিল প্রাথমিক, তবে এটি অত্যন্ত গঠনমূলক।” দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তরুণদের ক্যারিয়ার গড়া এবং বিশ্বমানের প্রতিযোগিতায় নিজেদের ক্রীড়া দলগুলোর পেছনে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।

সাক্ষাৎকালে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ইইউ রাষ্ট্রদূতকে শুভেচ্ছা স্মারক হিসেবে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের একটি জার্সি ও ফেডারেশনের ক্রেস্ট উপহার দেওয়া হয়। আলোচনা শেষে রাষ্ট্রদূত বাফুফে অ্যাস্ট্রো টার্ফ মাঠ পরিদর্শন করেন এবং তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসারে নেওয়া বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক অংশীদারিত্ব এবং যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

সর্বশেষ সংবাদ

বহিরাগতদের প্রশিক্ষণে ইরানে দাঙ্গা চালাচ্ছে উসকানিদাতারা: পেজেশকিয়ান

বিক্ষোভের মধ্যে বড় ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিক্ষোভকে জনগণের বৈধ অধিকার হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল...

এই বিভাগের অন্যান্য সংবাদ