spot_img

দেশের ৪৩ শতাংশ মানুষের নিজস্ব ফোন নেই

অবশ্যই পরুন

বাংলাদেশে মোবাইল ফোনের ব্যবহার ব্যাপক হারে বাড়লেও ব্যক্তিগত মালিকানা এবং ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এখনও বড় ব্যবধান রয়ে গেছে। সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ ‘আইসিটি প্রয়োগ ও ব্যবহার’ জরিপে দেখা গেছে, দেশের ৮১ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করলেও নিজস্ব মোবাইল ফোন রয়েছে মাত্র ৫৭ শতাংশের। অর্থাৎ, ব্যবহারকারীদের একটি বড় অংশই অন্যের ফোন বা যৌথভাবে ফোন ব্যবহার করছেন।

চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে ৬১ হাজার ৬৩২টি পরিবারের ওপর পরিচালিত এই জরিপ থেকে দেশের ডিজিটাল অগ্রগতির একটি চিত্র পাওয়া গেছে।

দেশের প্রায় ১৩ কোটি ৬৯ লাখ মানুষ মোবাইল ব্যবহার করলেও নিজস্ব মালিকানা আছে মাত্র ৯ কোটি ৫৯ লাখ মানুষের। ২০২২ সালে নিজস্ব মালিকানার হার ছিল ৬১ দশমিক ৮ শতাংশ, যা ২০২৫ সালে কমে ৫৭ শতাংশে দাঁড়িয়েছে। দেশে ইন্টারনেট ব্যবহারকারীর হার বাড়ছে। ২০২২ সালে ৩৮ দশমিক ৯ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করলেও বর্তমানে তা বেড়ে ৪৮ দশমিক ৯ শতাংশ হয়েছে। তবে পরিবার পর্যায়ে ৫৬ শতাংশ ইন্টারনেটের আওতায় এসেছে।

মোবাইল ব্যবহারের ক্ষেত্রে নারী (৭৯ শতাংশ) ও পুরুষ (৮১ শতাংশ) প্রায় সমান হলেও মালিকানায় নারীরা পিছিয়ে। ৬৩ শতাংশ পুরুষের নিজস্ব ফোন থাকলেও নারীদের ক্ষেত্রে এই হার মাত্র ৫৩ শতাংশ। ইন্টারনেটে ব্যবহারের ক্ষেত্রেও পুরুষরা (৫১ তাংশ নারীদের (৪৬ শতাংশ) তুলনায় এগিয়ে।

জরিপ অনুযায়ী, শহর ও গ্রামে সাধারণ মোবাইলের ব্যবহার প্রায় সমান হলেও স্মার্টফোন ও ইন্টারনেটে শহর এগিয়ে। শহরের ৮১ শতাংশ পরিবারে স্মার্টফোন থাকলেও গ্রামে এই হার ৬৯ শতাংশ। এছাড়া শহরে ৬৪ শতাংশ পরিবার ইন্টারনেটের আওতায় থাকলেও গ্রামে এই হার ৫১ দশমিক ৫ শতাংশ।

বিবিএস জানায়, বর্তমানে দেশের ৯৯ শতাংশ পরিবারে বিদ্যুৎ সংযোগ রয়েছে। এছাড়া ৫৯ শতাংশ পরিবারে টেলিভিশন এবং ৯ দশমিক ১ শতাংশ পরিবারে কম্পিউটার রয়েছে। ১৫ শতাংশ পরিবারে এখনও রেডিও ব্যবহৃত হচ্ছে।

সর্বশেষ সংবাদ

ভেনেজুয়েলায় মজুত সোনা ও হীরার ভাণ্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

বিশ্বের বৃহত্তম তেলের মজুতসমৃদ্ধ দেশ হিসেবে পরিচিত ভেনেজুয়েলার মাটির নিচে তেলের পাশাপাশি বিপুল পরিমাণ মূল্যবান খনিজ সম্পদ লুকিয়ে রয়েছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ