spot_img

ঝিনাইদহে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৩

অবশ্যই পরুন

ঝিনাইদহের মহেশপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে মাদক বিক্রির টাকা ও বহনকারী ৩টি মোটরসাইকেল।

শনিবার সকালে উপজেলার যুগিহুদা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, ওই গ্রামের দোলোয়ার হোসেনের বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মহেশপুর থানা পুলিশ। সেসময় বাড়ির মালিক দেলোয়ার পালিয়ে গেলেও আটক করা হয় তার স্ত্রী লাইলি বেগম, ছেলে লিমন হাসান ও পার্শবর্তী জলিলপুর গ্রামের মেহেদি হাসান জিসানকে। উদ্ধার করা হয় ১২০০ পিস ইয়াবা। জব্দ করা হয় মাদক বিক্রির ৮ লাখ ৪ হাজার ৮৭০ টাকা ও তিনটি মোটরসাইকেল।

মহেশপুর থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত মালামাল ট্রেজারিতে জমা দেয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ সংবাদ

তফসিলের ২ বিষয়ে সংশোধনী এনে ইসির প্রজ্ঞাপন

আপিলের সময়সীমা ২ দিন কমানোর পাশাপাশি আপিল নিষ্পত্তির সময় ২ দিন বাড়িয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন করেছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ