spot_img

ওসমান হাদির মৃত্যুতে ইইউর শোক

অবশ্যই পরুন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকার ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস। শুক্রবার (১৯ ডিসেম্বর) নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুতে শোকবার্তা প্রকাশ করে দূতাবাস।

ইইউ দূতাবাস তাদের শোকবার্তায় বলেছে, ‘শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত এবং আমরা তার পরিবার, বন্ধুবান্ধব ও শোকাহত সবার প্রতি সমবেদনা জানাচ্ছি।’

এদিকে হাদির মৃত্যুতে শোক জানিয়েছে মার্কিন দূতাবাসও।

শোক বার্তায় দূতাবাস বলেছে, যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্ম হয়ে তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

54

গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টা দিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখযোদ্ধা ওসমান হাদি মারা যান।

সর্বশেষ সংবাদ

ঢাকাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল রাজশাহী

ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে বিপিএল ২০২৬-এর সেমিফাইনাল নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স। এই ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো বিপিএলের...

এই বিভাগের অন্যান্য সংবাদ