spot_img

জর্ডানকে হারিয়ে আরব কাপ জিতল মরক্কো

অবশ্যই পরুন

৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপ জয়ের স্মৃতি যেমন আর্জেন্টিনার, ঠিক তিন বছর পর একই রাত ও একই মাঠে আরেকটি স্মরণীয় শিরোপার স্বাদ পেল মরক্কো। জর্ডানের বিপক্ষে নাটকীয় জয়ে ফিফা আরব কাপের চ্যাম্পিয়ন হলো আফ্রিকার দলটি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে কাতারের দোহায় লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে জর্ডানকে ৩-২ গোলে হারায় মরক্কো। মরক্কোর হয়ে জোড়া গোল করেন আবদাররাজিক হামদাল্লাহ, অন্য গোলটি করেন ওসমান তান্নানি। জর্ডানের হয়ে দুটি গোলই করেন আলি ওলান।

ম্যাচের চতুর্থ মিনিটেই তান্নানির গোলে এগিয়ে যায় মরক্কো। প্রথমার্ধে আর কোনো দল গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় জর্ডান। ৪৮ মিনিটে আলি ওলানের গোলে সমতায় ফেরে তারা। এরপর ৬৪ মিনিটে ডি-বক্সে মরক্কোর এক ফাউলের ফলে পেনাল্টি পায় জর্ডান। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন আলি।

ম্যাচের ৮৭ মিনিটে হামদাল্লাহর গোলে আবারও সমতায় ফেরে মরক্কো। নির্ধারিত সময় ২-২ গোলে শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের ১০০তম মিনিটে হামদাল্লাহর দ্বিতীয় গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। এরপর আর কোনো গোল না হলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে মরক্কো। এর মধ্য দিয়ে ২০১২ সালের পর দ্বিতীয়বার ফিফা আরব কাপের শিরোপা জেতে তারা।

শিরোপা জয়ের পর মরক্কোর সামনে অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আফ্রিকা কাপ অব নেশন্সে মাঠে নামতে হবে দলটিকে। আরব কাপ জয়ের মাধ্যমে আসন্ন আসরের প্রতিদ্বন্দ্বী ব্রাজিল, স্কটল্যান্ড ও হাইতিকে স্পষ্ট বার্তা দিয়ে রাখল মরক্কো।

সর্বশেষ সংবাদ

শেষ ওভারে রোমাঞ্চকর জয় রাজশাহীর

রাজশাহী ওয়ারিয়র্সের জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ৬ রান। হাতে ছিল ৩ উইকেট। আরাফাত সানির করা ওভারের প্রথম...

এই বিভাগের অন্যান্য সংবাদ