spot_img

যুক্তরাষ্ট্রে বড় ধরনের সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র নস্যাৎ করলো এফবিআই

অবশ্যই পরুন

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের অন্তত ৫টি স্থানে সিরিজ বোমা হামলার পরিকল্পনা ছিল ‘টারটেল আইল্যান্ড লিবারেশন ফ্রন্ট’ নামের গোষ্ঠীটির। গোপনে বিস্ফোরক ডিভাইসের পরীক্ষা চালাতে গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেসের পূর্বে মোজাভে মরুভূমি এলাকায় যায় দলের চার সদস্য। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরদারিতে ধরা পড়ে তাদের কর্মকাণ্ড। হাতেনাতে আটক করা হয় গ্রুপের চার সদস্য অড্রে ইলিন ক্যারোল, জাখারি অ্যারোন পেজ, দান্তে গ্যাফিল্ড এবং টিনা লাইকে। ২৪ থেকে ৪১ বছরের মধ্যে তাদের বয়স।

সোমবার সংবাদ সম্মেলনে এফবিআই ও ডিপার্টমেন্ট অব জাস্টিসের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন বছরের আয়োজন চলাকালে ‘অপারেশন মিডনাইট সান’ নামে অভিযানের পরিকল্পনা ছিল গোষ্ঠীটির। টার্গেট ছিল দু’টি লজিস্টিকস সেন্টার, অভিবাসী বিষয়ক সংস্থা আইসের এজেন্ট এবং যানবাহন। আট পৃষ্ঠার হাতে লেখা একটি পরিকল্পনার ছকও উদ্ধার করা হয়েছে এক অভিযুক্তের বাড়ি থেকে।

যুক্তরাষ্ট্রের প্রধান সহকারী অ্যাটর্নি বিল এসেইলি বলেন, অভিযুক্তরা সবাই সরকার বিরোধী কট্টর গ্রুপের সদস্য। অভিযানে ক্যারোলের বাড়িতে বেশ কিছু পোস্টার পাওয়া গেছে যেখানে ডেথ টু আমেরিকা, লং লিভ টার্টেল আইল্যান্ড এন্ড প্যালেস্টাইন, ডেথ টু আইস এ ধরণের কথা রয়েছে। পেইজের বাড়িতে বোমা হামলার বিস্তারিত পরিকল্পনার কপি মিলেছে।

নাশকতার ষড়যন্ত্র ও নিবন্ধনহীন বিধ্বংসী ডিভাইস ব্যবহারের দায়ে অভিযোগ গঠন করা হয়েছে আটককৃতদের বিরুদ্ধে। ষড়যন্ত্রে আর কারও সম্পৃক্ততা রয়েছে কীনা খতিয়ে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের পেইজে নিজেদের ফিলিস্তিনপন্থি এবং সরকার বিরোধী হিসেবে দাবি করে টারটেল আইল্যান্ড লিবারেশন ফ্রন্ট। ঔপনিবেশিকতা থেকে মুক্তি ও আদিবাসীদের সার্বভৌমত্বের মাধ্যমে স্বাধীনতা অর্জনের কথা বলা হয়েছে সেখানে।

মেসেজিং প্ল্যাটফর্ম সিগন্যালে তাদের ‘অর্ডার অব দ্য ব্ল্যাক লোটাস’ নামে একটি গ্রুপ রয়েছে। সেখানে অনেক কট্টরবাদী কথাবার্তার প্রমাণ পেয়েছে এফবিআই।

সর্বশেষ সংবাদ

নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন করবে ইউরোপীয় ইউনিয়ন

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে জোটটির কূটনৈতিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ