spot_img

২৫ কোটি ২০ লাখ রুপিতে অজি অলরাউন্ডারকে দলে ভেড়াল কলকাতা

অবশ্যই পরুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ইতিহাসে বিদেশি খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হয়ে রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। শেষ পর্যন্ত ২৫ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

এবার ক্যামেরন গ্রিনের ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। তাকে কেনার লড়াইয়ে নেমেছিল তিনটি ফ্র্যাঞ্চাইজি—কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস।

তবে শুরুতে মুম্বাই ইন্ডিয়ানস ভিত্তিমূল্যে ডাক দেয়ার পর থেমে যায়। এরপর তাকে নিয়ে কলকাতা ও রাজস্থানের লড়াই শুরু হয়। দুই দলের টানাটানিতে দাম ওঠে ১৩ কোটি ৬০ লাখ রুপি। রাজস্থান লড়াই থেকে সরে আসলেও চেন্নাই হাল ছাঁড়েনি। কিন্তু শেষ পর্যন্ত কলকাতাই তাকে কিনে নেয়।

এর আগে, ২০২৪ আইপিএলে মিশেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছিল কলকাতা। তিনিই ছিলেন কেকেআরের সবচেয়ে দামী।

সর্বশেষ সংবাদ

শপথ নিলেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রত্যয়

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথ নিয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। ওয়াশিংটনের স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে তিনি মার্কিন...

এই বিভাগের অন্যান্য সংবাদ