গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী আলতাফ ওরফে ঠোঁটকাটা আলতাফকে (৪৬) গ্রেপ্তার করেছে র্যাব। তিনি ‘জুলাই রেভেলস’ সংগঠনের এক সদস্যকে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) র্যাব তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে। এ সময় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে একই ঘটনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) দুজনকে গ্রেপ্তার করে। তারা হলেন মো. মাসুম ও মো. ফাহিম খান।
পুলিশ জানায়, গত শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টর এলাকায় কয়েকজন দুর্বৃত্ত ‘জুলাই রেভেলস’-এর সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর হামলাকারীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় রোববার ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

