spot_img

নেপালকে ১৩০ রানে গুটিয়ে দিয়ে দাপুটে জয় বাংলাদেশের

অবশ্যই পরুন

বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নেপালকে মাত্র ১৩০ রানে অলআউট করে সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দুবাইয়ের সেভেন্স স্টেডিয়ামে জয়টা ছিল একেবারেই প্রত্যাশিত।

এই ম্যাচে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। একাদশে সুযোগ পান ফরিদ হাসান, মো. সবুজ ও শাহরিয়া আল-আমিন। নেপালের ব্যাটিং ধসের মূল কারিগর ছিলেন মো. সবুজ ও শাহরিয়া। মো. সবুজের আঘাতে নেপালের স্কোর ৫৪/২ থেকে দ্রুত নেমে যায় ৮৪/৬-এ। এই সময়ের মধ্যে চার উইকেটের তিনটিই তুলে নেন তিনি।

সবুজ ৭ ওভারে ২৭ রান দিয়ে নেন ৩ উইকেট। অন্য বোলাররাও ছিলেন সমান কার্যকর। সাদ ইসলাম, শাহরিয়ার আহমেদ ও আজিজুল হাকিম নেন ২টি করে উইকেট। বিশেষ করে শাহরিয়ার আহমেদ ছিলেন দুর্দান্ত, ১০ রান খরচ করে নেন ২ উইকেট।

এদিন নেপালের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন ৮ নম্বরে নামা অভিষেক তিওয়ারি। আশিষ লুহার ২৩, সাহিল প্যাটেল ১৮ ও নিরাজ কুমার করেন ১৪ রান। শেষ পর্যন্ত ৩১.১ ওভারে ১৩০ রানে অলআউট হয়ে যায় নেপাল।

এই জয়ের ফলে সেমিফাইনালে ওঠার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ। এর আগে নেপাল তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছিল। বাংলাদেশ ও শ্রীলঙ্কার পয়েন্ট এখন সমান ২ করে, আর আফগানিস্তান এখনও পয়েন্টশূন্য অবস্থায় রয়েছে।

সর্বশেষ সংবাদ

জার্মানিতে বড়দিনের উৎসবে হামলার চক্রান্ত নস্যাতের দাবি কর্তৃপক্ষের, আটক ৫

জার্মানিতে বড়দিনের উৎসবে হামলার চক্রান্ত নস্যাতের দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে জার্মান পুলিশ। তারা সবাই...

এই বিভাগের অন্যান্য সংবাদ