spot_img

নির্বাচনী পরিবেশ বজায় রাখতে ডিসি-রিটার্নিং অফিসারদের ইসির চিঠি

অবশ্যই পরুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন-পূর্ব সময়ে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক (ডিসি) এবং রিটার্নিং অফিসারদের কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৪ ডিসেম্বর) ইসি সচিবালয়ের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এই সংক্রান্ত পত্র জারি করা হয়।

পত্রে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল গত ১১ ডিসেম্বর ঘোষণা করা হয়েছে এবং আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

চিঠিতে নির্বাচনী প্রচারণা নিয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৮ অনুযায়ী ভোটগ্রহণের তিন সপ্তাহ পূর্ব হতে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা পূর্ব পর্যন্ত নির্ধারিত শর্তাদি প্রতিপালন সাপেক্ষে নির্বাচনী প্রচারণা চালানো যাবে।

বর্ণিত সময়সীমার বাইরেও জাতীয়, আন্তর্জাতিক দিবস উদযাপন, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে, তবে শর্ত হলো—এতে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করা যাবে না এবং উল্লিখিত আচরণবিধির শর্তাদি অবশ্যই প্রতিপালন করতে হবে।

এই ধরনের অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সম্মতি বা অনুমতি নিতে হবে।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। আগামী দিনগুলোতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ