পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসর শুরুর সময় জানালো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, আগামী বছরের ২৬ মার্চ থেকে মাঠে গড়াবে পিএসএল। আর এর পর্দা নামবে আগামী ৩ মে।
উল্লেখ্য, ২০১৬ সালে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে যাত্রা শুরু করে পিএসএল। পরবর্তী আরও একটি দল বাড়িয়ে ২০১৮ সালে ছয় দলে উন্নীত হয় এই টুর্নামেন্টটি।
জানা গেছে, এবারের আসরে আরও দুটি নতুন দল যুক্ত হতে যাচ্ছে।

