spot_img

‘মস্তিষ্কে পানি জমে আছে, ক্লিনিক্যালি উন্নতি নেই’

অবশ্যই পরুন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার এখনো কোনো উন্নতি হয়নি। সিটিস্ক্যান রিপোর্ট অত্যন্ত খারাপ এসেছে। তার মস্তিষ্কে পানি জমে আছে এবং ক্লিনিক্যালি কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। মস্তিষ্কে এখনও গুলির একটি ছোট অংশ রয়ে গেছে।

আজ রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট চিকিৎসক ডা. মোহাম্মদ আব্দুল আহাদ এসব তথ্য জানান।

তিনি বলেন, চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী হাদির ব্রেনের কন্ডিশন অপরিবর্তিত রয়েছে। ইতোমধ্যে তাকে ছয় ব্যাগ রক্ত দেওয়া হয়েছে, তবে মাথার ভেতরে জমাট বাঁধা রক্ত এখনো অপসারণ করা সম্ভব হয়নি।

ডা. মোহাম্মদ আব্দুল আহাদ আরও জানান, হাদি লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার ফুসফুসের অবস্থাও আগের মতোই রয়েছে। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বিদেশে নেওয়ার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে তার পরিবার।

চিকিৎসকদের তথ্য মতে, গুলিটি অত্যন্ত দক্ষ হাতে ছোড়া হয়েছে। বুলেটটি শরীরের ডান পাশ দিয়ে প্রবেশ করে বাম পাশ দিয়ে বেরিয়ে গেছে। গুলি যে স্থানে আঘাত করেছে, সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা হওয়ায় আপাতত আর কোনো সার্জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সর্বশেষ সংবাদ

ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে নয়াদিল্লির বিবৃতি

এবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানির সুযোগ দেওয়া এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন...

এই বিভাগের অন্যান্য সংবাদ