spot_img

জাতি কঠিন সময় পার করছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ঢাবি ভিসি

অবশ্যই পরুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন যে জাতি বর্তমানে কঠিন সময় পার করছে এবং ঘরে-বাইরে বহুমুখী শত্রুতা থাকায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন।

ঢাবি ভিসি বলেন, আজকের বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্য সন্তানদের স্মরণ করছি, যারা চূড়ান্ত আত্মত্যাগের মাধ্যমে আমাদের সাহস যুগিয়েছেন—যে সাহস ১৯৯০ ও ২০২৪ সালেও দেখা গেছে। তিনি জাতীয় ঐক্য ধরে রাখার গুরুত্বের ওপর জোর দেন।

এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ মেধাবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সর্বশেষ সংবাদ

লিভারপুলের বিপক্ষে এবার আর্সেনালের ড্র

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে জিতলেই ৮ পয়েন্টের লিড পেতো আর্সেনাল। তবে সেটা আর হয়নি, বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে গোলশূন্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ