spot_img

লিগ ওয়ানে কষ্টার্জিত জয়ে টেবিলের শীর্ষে পিএসজি

অবশ্যই পরুন

লিগ ওয়ানে নিম্ন সারির দল মেসের বিপক্ষে কষ্টার্জিত জয়ে টেবিল টপার এখন পিএসজি। চোটে জর্জরিত দল নিয়েও ম্যাচের ৩১তম মিনিটে পিএসজিকে এগিয়ে দেন পর্তুগিজ ফরোয়ার্ড গন্সালো রামোস।

এরপর ৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ১৮ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড কতাঁ। তবে তিন মিনিটের ব্যবধানে একটি গোল শোধ করে মেসের দেমিনগেত।

বিরতির পর আবারও লিড পায় পিএসজি। কিন্তু ৮১ মিনিটে গোল করে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলেন মেসের জিওর্জি। তবে, ম্যাচের শেষ দিকে চাপ সৃষ্টি করলেও সমতা ফেরাতে ব্যর্থ হয় স্বাগতিকরা। শেষ ম্যাচ হারের হতাশা কাটিয়ে ঘরোয়া লিগে টানা দ্বিতীয় জয় পেল।

সর্বশেষ সংবাদ

সিডনির সমুদ্র সৈকতে গোলাগুলিতে নিহত ১০, ডজনখানেক আহত

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে বন্দুকধারীদের এলোপাতাড়ি গোলাগুলির ঘটনায় মোট ১০ জন নিহত হয়েছেন, যার মধ্যে একজন বন্দুকধারীও রয়েছেন। অপর...

এই বিভাগের অন্যান্য সংবাদ