জার্মানির বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় সাইবার হামলা চালিয়েছিল রাশিয়া। এমন গুরুতর অভিযোগ তুলেছে বার্লিন প্রশাসন। নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার রাষ্ট্রদূতকে এরইমধ্যে তলব করেছে দেশটি। একই সঙ্গে মস্কোকে তার কর্মকাণ্ডের জন্য মূল্য দিতে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ২০২৪ সালের আগস্টে দেশটিতে হওয়া আলোচিত সাইবার হামলায় জড়িত ছিল রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা। তিনি আরও দাবি করেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশের সাংবিধানিক নির্বাচনে প্রভাব বিস্তার এবং অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করেছে মস্কো।
তবে জার্মানির এমন দাবিকে পুরোপুরি ‘ভিত্তিহীন’ বলছে রাশিয়া। ইউক্রেনে হামলার পর থেকেই ইউরোপের নানা দেশে রাশিয়ার সন্দেহভাজন সাইবার হামলা নিয়ে বাড়ছে উদ্বেগ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, মস্কো ‘স্টর্ম ১৫১৬’ নামে অপতথ্য ছড়ানোর মাধ্যমে জার্মানির গত ফেডারেল নির্বাচন ও দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে। এই প্রচারণার লক্ষ্যবস্তু ছিলেন গ্রিন পার্টির শীর্ষপ্রার্থী রবার্ট হাবেক ও জার্মানির বর্তমান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস।
জার্মান সরকার আরও জানায়, নির্বাচনের কয়েকদিন আগে নিরাপত্তা সংস্থাগুলো ব্যালট জালিয়াতির অভিযোগ দিয়ে তৈরি ভুয়া ভিডিও শনাক্ত করে, যা রাশিয়ার বিভ্রান্তিমূলক প্রচেষ্টার অংশ ছিল।

