spot_img

বিশ্বের দীর্ঘতম ফ্লাইট চালু, অতিক্রম করবে অর্ধেক পৃথিবী

অবশ্যই পরুন

চীনের একটি বাণিজ্যিক ফ্লাইট সাংহাই থেকে যাত্রা শুরু করে আর্জেন্টিনার বুয়েনস এইরেসে প্রায় ২০ হাজার কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। ২৯ ঘণ্টা আকাশে উড়ে যাওয়া এই রুটটিই বর্তমানে বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইট হিসেবে মর্যাদা পেয়েছে, যা প্রায় অর্ধেক পৃথিবী অতিক্রম করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডন্ট জানিয়েছে, ফ্লাইটটি বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ২টায় সাংহাই থেকে উড্ডয়ন করে স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে বুয়েনস এইরেসের ইজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

দীর্ঘ এই যাত্রাপথে ফ্লাইটটি নিউজিল্যান্ডের অকল্যান্ডে জ্বালানি ভরা এবং ক্রু পরিবর্তনের জন্য স্বল্প সময়ের বিরতি নেয়। এই বিরতির কারণে এটি বিশ্বের দীর্ঘতম ‘ননস্টপ’ ফ্লাইট না হলেও, মোট ভ্রমণের সময় (প্রায় ২৯ ঘণ্টা) এবং দূরত্বের ভিত্তিতে এটি বর্তমানে বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক এয়ারলাইন রুট।

সাংহাই থেকে আর্জেন্টিনা পর্যন্ত যাত্রায় ফ্লাইটটির সময় লাগে ২৫ ঘণ্টারও বেশি। ফিরতি পথে আরও চার ঘণ্টা অতিরিক্ত সময় যোগ হয়। রুটটি উদযাপন করতে সাংহাই, অকল্যান্ড এবং বুয়েনস এইরেস—এই তিন শহরেই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৩১৬ আসনবিশিষ্ট বোয়িং ৭৭৭-৩০০ইআর এখন থেকে সারা বছর সপ্তাহে দুবার এই রুটে চালানো হবে। চায়না ইস্টার্ন জানিয়েছে, এই রুটটি দক্ষিণ আমেরিকার প্রধান শহরগুলোর সঙ্গে সাংহাইয়ের সরাসরি সংযোগের অভাব পূরণ করবে এবং আর্জেন্টিনায় দ্রুত বাড়তে থাকা পূর্ব এশীয় প্রবাসী সম্প্রদায়কে সুবিধা দেবে।

এই ফ্লাইটটি সিঙ্গাপুর এয়ারলাইন্সের নিউইয়র্ক-সিঙ্গাপুরের প্রায় ১৯ ঘণ্টার ননস্টপ ফ্লাইটকে অতিক্রম করে বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক রুটের মর্যাদা অর্জন করেছে।

তবে এই রেকর্ডটি হয়তো বেশি দিন স্থায়ী হবে না। অস্ট্রেলিয়ার কোয়ান্টাস এয়ারলাইন্স ‘প্রজেক্ট সানরাইজ’ উদ্যোগের অংশ হিসেবে সিডনি থেকে লন্ডন ও নিউইয়র্ক পর্যন্ত ২২ ঘণ্টার ননস্টপ ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে। ২০ হাজার লিটার অতিরিক্ত জ্বালানি ধারণক্ষমতা যুক্ত বিশেষ এয়ারবাস উড়োজাহাজ দিয়ে ২০২৭ সালে এই রুট চালুর লক্ষ্য ঠিক করেছে কোয়ান্টাস।

সর্বশেষ সংবাদ

লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির তারিখ ঘোষণা

সারাদেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি শুরু হচ্ছে আগামী ১৯ ডিসেম্বর। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মাধ্যমিক ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ