ফ্যাসিবাদের কালো ছায়া বাংলাদেশ থেকে এখনো কাটেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (০৬ ডিসেম্বর) বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, একটি দল চাঁদাবাজি–অপকর্ম করে দেশ ছেড়ে পালিয়েছে, আরেক দল সেই দায়িত্ব কাঁধে নিয়েছে।
আট দলের বিভাগীয় সমাবেশকে ঘিরে সকাল থেকেই সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হতে থাকেন বিভাগের ৪১ উপজেলার নেতাকর্মী ও সমর্থকরা। দুপুরের দিকে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ব্যানার–ফেস্টুন আর নিজ নিজ দলের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
বিকেল ৪টার আগেই সমাবেশের মঞ্চে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, মানুষের ওপর জুলুম বন্ধ না হলে কঠিন পরিণতি অপেক্ষা করছে।
এর আগে, সমাবেশে বক্তব্য দেন আট দলের শীর্ষ নেতারা। তারা অভিযোগ করেন বিচার, সংস্কার ও নির্বাচনের বিপক্ষে একটি পক্ষ অবস্থান নিয়েছে। ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত হয়ে কেউ যদি আগামী নির্বাচন বানচাল করতে চায়, তবে রাজপথেই তার মোকাবিলা করা হবে বলেও সতর্ক করেন নেতারা।

