spot_img

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়া, নিহত বেড়ে ১৭শ’

অবশ্যই পরুন

দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে প্রবল বন্যা ও ভূমিধসের কারণে নিহতের সংখ্যা ১,৭৫০ ছাড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছে শত শত মানুষ। তীব্র বর্ষণের কারণে ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে দেশগুলোর দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

উদ্ধারকারী দল ও স্বেচ্ছাসেবীরা বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষকে সাহায্য করতে চেষ্টা করছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে—ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত ৮৬৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে এবং ৫২১ জন এখনও নিখোঁজ। সুমাত্রার আছেহ প্রদেশে ৮ লাখের বেশি মানুষ পানিবন্দি।

এদিকে, শ্রীলঙ্কার সরকার ৬০৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এছাড়াও ২১৪ জন এখনও নিখোঁজ। দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়াকে দেশটির এই সময়ের সবচেয়ে জটিল প্রাকৃতিক দুর্যোগ বলে অভিহিত করেছেন।

অন্যদিকে, থাইল্যান্ডে অন্তত ২৭৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও মালয়েশিয়ায় দুইজন এবং ভিয়েতনামে দুইজন মারা গেছেন।

ইন্দোনেশিয়ার সুমাত্রায় বন্যা ও ভূমিধসের পরও বহু বেঁচে থাকা মানুষ এখনো স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছেন। আছেহে প্রদেশের আবহাওয়া সংস্থা সতর্ক করেছে, শনিবার (৬ ডিসেম্বর) পর্যন্ত আছেহ অঞ্চলে ‘অত্যন্ত ভারি বৃষ্টি’ হতে পারে।

আছেহ গভর্নর মুজাকির মানাফ জানিয়েছেন, উদ্ধারকর্মীরা এখনও মৃতদেহ খুঁজছেন। তিনি আরও সতর্ক করেছেন, দারিদ্র্য ও খাদ্যসংকট এখন সবচেয়ে বড় হুমকি।

সর্বশেষ সংবাদ

‘এয়ার অ্যাম্বুলেন্স ইস্যু নয়, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ডাক্তারদের সিদ্ধান্তের ওপর’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এয়ার অ্যাম্বুলেন্স ইস্যু নয়। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ডাক্তারদের সিদ্ধান্তের...

এই বিভাগের অন্যান্য সংবাদ