হয়ে গেল ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় বসতে যাওয়া বিশ্ব ফুটবলের সেরার আসরে ব্রাজিল পড়েছে ‘সি’ গ্রুপে। যেখানে তাদের তিন প্রতিপক্ষ কাতার বিশ্বকাপে চমক দেখানো মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ড।
তবে এই বিশ্বকাপে ব্রাজিলিয়ান পোস্টারবয় নেইমারের খেলা নিয়ে দ্বিধার কথা জানালেন খোদ দলের কোচ কার্লো আনচেলত্তি।
ওয়াশিংটনে স্থানীয় সময় শুক্রবার ড্রয়ের পরে ব্রাজিল কোচ বলেন, ‘যদি নেইমার স্কোয়াডে থাকার যোগ্য হয়, যদি সে ঠিক থাকে, বাকিদের চেয়ে ভালো থাকে; সে বিশ্বকাপে খেলবে এবং এটাই কথা।’
আনচেলত্তি আরও বলেন, যদি আমরা নেইমারকে নিয়ে কথা বলি, আমাদের বাকিদের নিয়েও বলতে হবে। আমাদের ব্রাজিলের কথা ভাবতে হবে নেইমারকে নিয়ে হোক বা না হোক, অন্য খেলোয়াড়দের নিয়ে হোক বা না হোক। মার্চ মাসে ফিফার সূচির পরে আমরা আমাদের চূড়ান্ত স্কোয়াড তৈরি করব।
২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এসিএল ইনজুরিতে পড়েন নেইমার। এরপর পুনর্বাসন শেষে মাঠেও ফিরেছেন ৩৩ বছরের এই তারকা ফুটবলার। বর্তমানে সান্তোসের হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি।
তবে তারকা ফুটবলার বলেই কাউকে দলে নেওয়ার পক্ষে না আনচেলত্তি। তিনি বলেন, আমাদের বিশ্বের অন্যতম সেরা কিছু গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার এবং আক্রমণ ভাগের খেলোয়াড় আছে। আমি দলে এমন খেলোয়াড় চাই না যে বিশ্বের সেরা হতে চায়, আমি এমন খেলোয়াড় চাই যে বিশ্বকাপ জিততে চায়।

