spot_img

‘গত দেড় বছরে বিচার ব্যবস্থায় যে মৌলিক রূপান্তর ঘটেছে, তা দেশের ইতিহাসে এক মাইলফলক’

অবশ্যই পরুন

সম্মিলিত প্রচেষ্টা ও সাংবিধানিক স্বচ্ছতার ভিত্তিতে গত দেড় বছরে বিচার ব্যবস্থায় যে মৌলিক রূপান্তর হয়েছে, তা দেশের বিচারিক ইতিহাসে এক মাইলফলক হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

আজ শনিবার (৬ ডিসেম্বর) রেডিসন ব্লু চট্টগ্রাম বে হোটেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে প্রধান বিচারপতি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ প্রণয়নের মাধ্যমে বহুদিনের দ্বৈত প্রশাসনিক সীমাবদ্ধতা দূর হয়েছে এবং সুপ্রিম কোর্ট প্রথমবারের মতো পূর্ণ প্রশাসনিক ও আর্থিক স্বায়ত্তশাসন লাভ করেছে। এর মাধ্যমে বাংলাদেশের বিচার বিভাগ এক নতুন প্রাতিষ্ঠানিক যুগে প্রবেশ করেছে, যা শক্তিশালী ও স্বাধীন বিচারব্যবস্থা নির্মাণে জাতীয় ঐকমত্যকে প্রতিফলিত করে।

প্রধান বিচারপতি আরও বলেন, কোনো আইন তখনই কার্যকর হয় যখন তা যথাযথভাবে বাস্তবায়িত হয়। তাই বাণিজ্যিক আদালতসমূহের দক্ষ পরিচালনার জন্য অবকাঠামোগত উন্নয়ন, মানবসম্পদ বিকাশ, ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি এবং সব পক্ষ ও পেশাজীবীর সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত প্রয়োজন।

তিনি জানান, দেশে বিনিয়োগকারীদের ব্যবসায়িক বিরোধ দ্রুত, দক্ষ ও নিরপেক্ষভাবে নিষ্পত্তির লক্ষ্যে বিশেষায়িত বাণিজ্যিক আদালত চালুর কাজ চলছে।

সেমিনারে সুইডেন ও ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতসহ ইউএনডিপি এবং সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়া, নিহত বেড়ে ১৭শ’

দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে প্রবল বন্যা ও ভূমিধসের কারণে নিহতের সংখ্যা ১,৭৫০ ছাড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছে শত শত মানুষ।...

এই বিভাগের অন্যান্য সংবাদ