spot_img

বিশ্বকাপের ড্র: সহজ গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা, মৃত্যুকূপে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া

অবশ্যই পরুন

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র সম্পন্ন হয়েছে। আজ প্রকাশিত ড্রয়ের মাধ্যমে নিশ্চিত হলো কোন দল কোন গ্রুপে খেলবে। ফিফা জানায়, গ্রুপ ঘোষণার পরদিন—অর্থাৎ ৬ ডিসেম্বর—পুরো টুর্নামেন্টের ম্যাচসূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

ড্র অনুযায়ী, লিওনেল মেসির আর্জেন্টিনা রয়েছে গ্রুপ জে-তে, যেখানে তাদের সঙ্গী হয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। অন্যদিকে, ব্রাজিল পেয়েছে চ্যালেঞ্জিং গ্রুপ সি, যেখানে আছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।

নিচে দেখে নিন বিশ্বকাপের সব গ্রুপ—

গ্রুপ তালিকা:

গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ডি জয়ী দল
গ্রুপ বি: কানাডা, কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ এ জয়ী দল
গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লে-অফ সি জয়ী দল
গ্রুপ ই: জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর
গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি জয়ী দল
গ্রুপ জি: বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
গ্রুপ এইচ: স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২ জয়ী দল
গ্রুপ জে: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান
গ্রুপ কে: পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, ফিফা প্লে-অফ ১ জয়ী দল
গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা

সর্বশেষ সংবাদ

অবিরাম নির্যাতনের কষাঘাতে অসুস্থ দেশনেত্রীর জীবন চরম সংকটে

৬ ডিসেম্বরকে “অবিস্মরণীয় একটি দিন” হিসেবে আখ্যায়িত করে স্বৈরশাসন-বিরোধী আন্দোলনের ইতিহাস স্মরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ