spot_img

সামরিক বাজেট ৩৪ বিলিয়ন ডলার নির্ধারণ করেছে ইসরায়েল

অবশ্যই পরুন

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী বছরের প্রতিরক্ষা বাজেট ১১২ বিলিয়ন শেকেল (৩৪.৭ বিলিয়ন ডলার) নির্ধারণ করা হয়েছে, যা পূর্বের বাজেট ৯০ বিলিয়ন শেকেলের (২৮ বিলিয়ন ডলার) চেয়ে বেশি।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ প্রতিরক্ষা ব্যয়ের কাঠামো নিয়ে সমঝোতায় পৌঁছানোর পর এই ঘোষণা দেন। বাজেটটি আগামী বছরের মার্চের মধ্যে অনুমোদিত না হলে নতুন নির্বাচনের প্রয়োজন হতে পারে বলে জানিছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ক্যাটজ বলেছেন, এই বাজেটের পর সামরিক বাহিনী তাদের আক্রমণের ধাঁর বাড়াতে পারবে বলে আশা করছি। এছাড়াও যেকোনো পরিস্থিতিতে রিজার্ভ ফোর্স নিয়োগ করতে পারবে।

স্মোত্রিচের কার্যালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর আগের সময়—২০২৩ সালের তুলনায় ২০২৬ সালের প্রতিরক্ষা বাজেট বাড়ানো হয়েছে।

গাজা যুদ্ধ এবং লেবাননে হিজবুল্লাহ’র ওপর হামলা এবং ইরানের সঙ্গে যুদ্ধের কারণে ২০২৪ সালে ইসরায়েলের ৩১ বিলিয়ন ডলার খরচ করেছে।

সর্বশেষ সংবাদ

ফ্যাসিবাদী সরকারের আমলে বন্ধ করা চিনিকল চালুর উদ্যোগ নিয়েছে সরকার: শিল্প উপদেষ্টা

ফ্যাসিবাদী সরকারের আমলে বন্ধ করে দেয়া শিল্প-কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এক্ষেত্রে বিনিয়োগ দরকার বলে জানিয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ