spot_img

দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

অবশ্যই পরুন

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তিন উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শুক্রবার (০৫ ডিসেম্বর) আগে ব্যাট করতে বাংলাদেশের বোলারদের দারুণ বোলিংয় ৮০ রানে থামে পাকিস্তানের ইনিংস। জবাবে, এক ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। দলীয় ৭ রানে প্যাভিলিয়নে ফেরেন দলটির ওপেনার অতশী মজুমদার। দ্বিতীয় উইকেটের ৩১ রানের জুটি ভাঙেন জারিন তাসনিম লাবণ্য। তারপর আবার ২৮ রানের জুটি পায় পাকিস্তান। এই জুটি ভাঙেন হাবিবা ইসলাম পিংকি।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন কোমাল খান। এছাড়া জুফিশান আয়াজ ও রাভাইল ফারহানের ব্যাট থেকে আসে যথাক্রমে ১৭ ও ১৫ রান। বাংলাদেশের হাবিবা একাই নেন চারটি উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে বাজে শুরু হয় বাংলাদেশেরও। মাত্র চার রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। তারপর ২৭ রানের জুটি পায় বাংলাদেশ। এক পর্যায়ে ৩৬ রানে ৪ উইকেট পড়লে চাপে পড়ে বাংলাদেশও।

একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশকে জয়ের পথ দেখান সুবর্ণা। ৩৮ বলে ৩২ রানের ইনিংস খেলেন তিনি। শেষ দিকে সাদিয়া আক্তার টানা দুই বলে দুটি চার হাঁকিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন। এই জয়ে সিরিজে এলো ১-১ সমতা।

সর্বশেষ সংবাদ

নোয়াখালীকে উড়িয়ে দিল চট্টগ্রাম

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুই সমালোচিত দলের লড়াই। চট্টগ্রাম রয়্যালস, যাদের ফ্র্যাঞ্চাইজি মালিক টুর্নামেন্ট শুরুর একদিন আগে সরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ