spot_img

ইসরায়েলকে বয়কট করল গিনেস বুক

অবশ্যই পরুন

ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে আসা নতুন রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো আর পর্যালোচনা করবে না বলে জানিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। সম্প্রতি এক ঘোষণায় প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

একটি কিডনি দানকে উৎসাহদানকারী ইসরায়েলি প্রতিষ্ঠান গিনেস রেকর্ডসে আবেদন জমা দেওয়ার পর এই বিষয়টি সামনে আসে। গিনেস সেই প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে জানিয়েছে, তারা ‘বর্তমানে ইসরায়েল থেকে রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো পর্যালোচনা করছে না’।

এই আবেদনের কারণে জানা যায়, দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে কিডনি দাতাদের সংখ্যার ভিত্তিতে রেকর্ড নিবন্ধনের অনুরোধ করেছিল ‘মাতনাত চাইম’ নামের একটি সংস্থা। তারা দাবি করেছে, তারা মোট ২০০০ জন দাতাকে সংগঠিত করেছে, যারা অপরিচিতদের কিডনি দান করেছেন এবং তাদের একত্রিত করে গ্রুপ ছবি তুলে আবেদন করা হয়েছিল।

ইসরায়েলি চ্যানেল এন১২-এর প্রতিবেদন অনুযায়ী, গিনেসের এই সিদ্ধান্ত শুধু ইসরায়েল নয়, দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর ও গাজাকেও প্রভাবিত করছে। গিনেস কর্তৃপক্ষ ইমেইলে জানিয়েছে যে তারা ‘বর্তমানে ইসরায়েল বা ফিলিস্তিনি ভূখণ্ড থেকে রেকর্ড আবেদন প্রক্রিয়াকরণ করছে না।’

যদিও গিনেস কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি, ইসরায়েলি প্রতিষ্ঠানটির দাবি, গিনেসের এই সিদ্ধান্ত ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।

সর্বশেষ সংবাদ

ধ্বংসস্তূপের মাঝেই গাজায় ৫৪ দম্পতির গণবিয়ে

জীর্ণ ভবন, কংক্রিটের স্তূপ আর যুদ্ধের ক্ষতচিহ্নের মাঝেই মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের দম্পতিরা গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) হাত ধরাধরি...

এই বিভাগের অন্যান্য সংবাদ