spot_img

উপসাগরীয় সহযোগিতা পরিষদের বৈঠকে যোগ দিতে বাহরাইনে সৌদি প্রিন্স

অবশ্যই পরুন

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) বৈঠকে যোগ দিতে বাহরাইন পৌঁছেছেন। আজ বুধবার (৩ ডিসেম্বর) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানায়।

এসপিএ জানিয়েছে, ৪৬তম জিসিসি অধিবেশনে সৌদি আরবের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন মোহাম্মদ বিন সালমান। একইসঙ্গে তিনি সৌদি–বাহরাইন সহযোগিতা পরিষদের চতুর্থ বৈঠকেও সৌদি প্রতিনিধিদলের প্রধান হিসেবে অংশ নেবেন।

জিসিসি ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটিতে সৌদি আরব ও বাহরাইনসহ মোট ছয়টি দেশ সদস্য হিসেবে রয়েছে। এর মূল কার্যালয় সৌদি রাজধানী রিয়াদে অবস্থিত।

সর্বশেষ সংবাদ

জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে: স্থানীয় সরকার উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত, শিল্প, স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাইয়ের বীর শহীদদের আত্মত্যাগ ও জুলাই...

এই বিভাগের অন্যান্য সংবাদ