spot_img

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনী প্রধান

অবশ্যই পরুন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে একে একে হাসপাতালে পৌঁছান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এ সময় তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

প্রসঙ্গত, বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত। তবে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। এরপর মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

সর্বশেষ সংবাদ

সিলেটে ২৬ ডিসেম্বর শুরু বিপিএল, পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। সূচি অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর শুরু...

এই বিভাগের অন্যান্য সংবাদ