দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী অভিযানের কয়েক দিন পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সিরিয়া ও তার নতুন নেতৃত্বকে অস্থিতিশীল না করার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছেন।
নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল–এ ট্রাম্প বলেন, “ইসরায়েলের জন্য সিরিয়ার সঙ্গে দৃঢ় ও সত্যিকারের সংলাপ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এমন কিছু হওয়া উচিত নয়, যা সিরিয়ার একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হওয়ার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে।”
তিনি বলেন, নভেম্বর মাসে হোয়াইট হাউসে ঐতিহাসিক সফর করা সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শরার নেতৃত্বে দেশটির পারফরম্যান্সে তিনি “খুবই সন্তুষ্ট”।
এক বছর আগে শরার জোট দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই ইসরায়েল ও সিরিয়ার মধ্যে একটি নিরাপত্তা চুক্তির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প।
কিন্তু সিরিয়ায় ইসরায়েলের শতাধিক হামলার কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। এর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলায় গত শুক্রবার সিরিয়ার দক্ষিণাঞ্চলে এক অভিযানে ইসরায়েলি বাহিনী ১৩ জনকে হত্যা করে। ইসরায়েলের দাবি, তারা একটি উগ্রপন্থী গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালায়।
ট্রাম্প বলেন, শরার “সুনিশ্চিত করতে কঠোর পরিশ্রম করছেন যে ভাল কিছু ঘটবে—এবং সিরিয়া ও ইসরায়েল উভয়ই দীর্ঘমেয়াদে সমৃদ্ধ সম্পর্ক গড়ে তুলবে।”
তিনি আরও বলেন, যুদ্ধবিদ্ধস্ত দেশটি পুনর্গঠনে সিরিয়ার সরকার “যা করার কথা তা অব্যাহত রাখে”—এটি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র “আমাদের ক্ষমতার সর্বোচ্চটা করছে।”
সূত্র আরব নিউজ

