spot_img

খুব প্রেম করতে ইচ্ছা করছে, কিন্তু আর নয় : স্বস্তিকা

অবশ্যই পরুন

ওপার বাংলার ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা, সব জায়গাতেই বেশ চমক দেখাচ্ছেন স্বস্তিকা দত্ত। একের পর এক চরিত্রে নিজেকে ভাঙছেন, আর সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয়ে আনছেন নতুনত্ব। ইতোমধ্যে ধারাবাহিকের কাজের ফাঁকেই চুপিসারে শেষ করেছেন ওয়েব সিরিজ ও বড়পর্দার শুটিং। আর ঠিক সেই ব্যস্ততার মধ্যেই এলো নতুন এক চমক, আগামী কয়েক দিনের মধ্যেই মুক্তি পাচ্ছে তার বহুল প্রতীক্ষিত সিরিজ ‘খুঁজেছি তোকে রাত বিরেতে’। গৌরব চক্রবর্তী ও অনিন্দ্য সেনগুপ্তর সঙ্গে একই ফ্রেমে দেখা যাবে স্বস্তিকাকে, যেখানে প্রেম, দ্বন্দ্ব আর অন্ধকার রহস্যের আবহে জড়িয়ে আছে তাদের গল্প।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অভিমন্যু মুখোপাধ্যায়ের পরিচালিত এই ওয়েব সিরিজে একেবারে অন্যভাবে দেখা যাবে তাকে। সিরিজ়ের নামের সঙ্গে মিল রেখেই অভিনেত্রীকে প্রশ্ন করা হয় রাতবিরেতে নায়িকা কাকে খুঁজবেন?

এ প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘ঘুম খুঁজব। একসময়ে এত খুঁজেছি। আর খুঁজতে চাই না।‘ কাজের ব্যস্ততা যতই থাকুক না কেন, অনিয়মিত জীবনযাপন মোটেই পছন্দ নয় তার। তাই পর্যাপ্ত ঘুম এবং সঠিক খাওয়া-দাওয়া করাই অভিনেত্রীর মূল লক্ষ্য। এই নতুন সিরিজের নাম শুনেই বোঝা যাচ্ছে, একটু প্রেমের ছোঁয়া থাকবেই। আর স্বস্তিকার জীবনে কি নতুন প্রেম এল? হালকা শীতে কি প্রেম করতে ইচ্ছা করছে নায়িকার?

এমন প্রশ্নের উত্তরে হাসিমুখে অভিনেত্রী বলেন, ‘খুব প্রেম করতে ইচ্ছা করছে। কিন্তু আর নয়। কারণ, তা হলে কাজে মন বসবে না।‘ এই ওয়েব সিরিজেও সম্পর্কের গল্পই দেখবে দর্শক। স্বস্তিকা জানান, ভালো চরিত্রের ওপর তার খুবই লোভ। গৌরব এবং অনিন্দ্যের সঙ্গে কাজ করার তার অনেক দিনের শখ। তাই এই গল্পে কাজ করে তিনি খুবই খুশি। ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ হিসাবে যেমন দর্শক তাকে পছন্দ করছে, এই ওয়েব সিরিজেও তার অভিনয় দর্শকের ভালো লাগবে, এমনটাই মনে করেন স্বস্তিকা।

সর্বশেষ সংবাদ

এবার ইসরায়েলকে সতর্কবার্তা ট্রাম্পের

দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী অভিযানের কয়েক দিন পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সিরিয়া ও তার নতুন নেতৃত্বকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ