spot_img

অবসর ভেঙে টেস্টে ফেরা নিয়ে মুখ খুললেন কোহলি

অবশ্যই পরুন

ভারতের বর্তমান ক্রিকেটের অন্যতম প্রধান তারকা বিরাট কোহলি সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর অবসর ভাঙার গুঞ্জন নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছেন। টেস্ট ক্রিকেটে ফেরার সম্ভাবনা নিয়ে চলমান জল্পনাকে তিনি নিজেই শেষ করেছেন। কোহলি পরিষ্কার বলেছেন, তার এখন একটাই লক্ষ্য ওয়ানডে ফরম্যাটে খেলা।

রোববার (৩০ নভেম্বর) রাঁচিতে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ভারত ১৭ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে এগিয়ে যায়। এই ম্যাচে কোহলি ১২০ বল খেলে ১১ চার ও ৭ ছক্কায় ১৩৫ রানের জোড়া সেঞ্চুরি করেন, যা তার ৫২তম ওয়ানডে সেঞ্চুরি। ম্যাচে তার ধারাবাহিক ও সাবলীল ব্যাটিং ভারতীয় দলের জয় নিশ্চিত করে।

ম্যাচ শেষে কোহলি বলেন, আমি এখন শুধু ওয়ানডেই খেলছি। ৩০০-এর মতো আন্তর্জাতিক ম্যাচ খেলে বোঝা যায় কখন শরীর ও মস্তিষ্ক ঠিকভাবে কাজ করছে। যতক্ষণ শরীর ও মনের প্রস্তুতি থাকবে, আমি খেলব।

বিশ্বকাপ ২০২৭ সামনে রেখে ভারতীয় ওয়ানডে দলে কোহলি ও রোহিত শর্মাই প্রধান ভরসা। যদিও টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তারা, তার অভিজ্ঞতা দলের জন্য অমূল্য।

এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কর্তৃপক্ষ স্পষ্ট করেছেন, কোহলি বা রোহিতকে টেস্টে ফেরানোর কোনো আলোচনা তারা করেনি। কোহলির রাঁচির সেঞ্চুরি ও বক্তব্য স্পষ্ট ইঙ্গিত দেয়, টেস্টে ফেরার কোনো পরিকল্পনা নেই তার।

এই মুহূর্তে কোহলির লক্ষ্য ওয়ানডে ফরম্যাটে ভারতের সাফল্যে অবদান রাখা এবং বিশ্বকাপ ২০২৭-এ দলে নেতৃত্ব দিয়ে দেশের জন্য আরও বড় অর্জন করা।

সর্বশেষ সংবাদ

নির্বাচন ঘিরে জাতিসংঘের নতুন বার্তা

আর মাত্র কয়েকদিন পরই দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই ধারাবাহিকতায় দেশজুড়ে বিরাজ করছে নির্বাচনী আমেজ;...

এই বিভাগের অন্যান্য সংবাদ