spot_img

২ দিনে ৩০ কোটি পেরিয়ে ধানুশ-কৃতির সিনেমা

অবশ্যই পরুন

মুক্তির পর থেকে প্রেক্ষাগৃহে বেশ ভালো সাড়া ফেলেছে ধানুশ ও কৃতি শ্যানন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘তেরে ইশ্‌ক মেঁ’। শুক্রবার ইতিবাচক প্রতিক্রিয়ার সঙ্গে যাত্রা শুরু করা ছবিটি দ্বিতীয় দিনেও ঊর্ধ্বমুখী ট্রেন্ড বজায় রেখেছে।

স্যাকনিল্কের হিসাব অনুযায়ী, ছবিটি শনিবার আয় করেছে ১৭ কোটি রুপি,যা প্রথম দিনের ১৬ কোটির তুলনায় সামান্য বেশি। দুই দিনে মোট কালেকশন দাঁড়িয়েছে ৩৩ কোটি রুপি।

এর মধ্য দিয়েই ছবিটি কঙ্গনা রানাউতের ‘ইমারজেন্সি’র লাইফটাইম কালেকশন ২৩.৭৫ কোটিকে ছাড়িয়ে গেছে। তবে শহীদ কাপুরের ‘দেবা’-র ৫৫.৮ কোটির লাইফটাইম আয়ের সঙ্গে পাল্লা দিতে হলে এখনো আরো পথ পাড়ি দিতে হবে ছবিটিকে।

‘তেরে ইশ্‌ক মেঁ’র কেন্দ্রীয় চরিত্র মুক্তি (কৃতি স্যানন), এক তরুণী যে প্রেমে পড়ে শংকর (ধানুশ) নামের এক বিদ্রোহী, আবেগপ্রবণ এবং অস্থির মনের যুবকের। হঠাৎ ঘটে যাওয়া এক পরিস্থিতি তাদের আলাদা করে দেয়।

এরপর শংকর প্রতিশোধের শপথ নেয়—তার ভালোবাসা হারানোর যন্ত্রণা তাকে নিয়ে যায় উন্মাদনা আর ধ্বংসের পথে, যে পথে সে ঘোষণা করে “পুরো দিল্লি জ্বালিয়ে দেবে”। তাদের তীব্র, অস্থির ও অগ্নিগর্ভ আবেগই গল্পের মূল চালিকাশক্তি।

গুলশান কুমার, টি-সিরিজ ও কালার ইয়েলো প্রোডাকশনস প্রযোজিত এ ছবিটি পরিচালনা করেছেন আনন্দ এল রাই।

সূত্র : এনডিটিভি

সর্বশেষ সংবাদ

এক ওভারে ৫ উইকেট: টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য কীর্তি প্রিয়ান্দানার

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ১ ওভারে ৫ উইকেট নিয়েছেন ইন্দোনেশিয়ার গেদে প্রিয়ান্দানা। কম্বোডিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ