spot_img

দক্ষিণ-পূর্ব এশিয়ায় বন্যায় নিহত বেড়ে ৩৫০

অবশ্যই পরুন

ইন্দোনেশিয়া-থাইল্যান্ডসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৫০ জনে দাঁড়িয়েছে। আটকে পড়া নাগরিকদের উদ্ধার, বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধার এবং বন্যার পানি কমতে শুরু করার সঙ্গে সঙ্গে পুনরুদ্ধার প্রচেষ্টা সমন্বয় করার জন্য কাজ করছে দেশগুলোর কর্তৃপক্ষ।

আজ শনিবার (২৯ নভেম্বর) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

এক সপ্তাহ ধরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের বিস্তীর্ণ অংশ মুষলধারে বৃষ্টিপাতের কবলে পড়েছে। ভারি বৃষ্টিপাতের ফলে দেশগুলোতে বন্যা দেখা দিয়েছে। মালাক্কা প্রণালিতে একটি বিরল গ্রীষ্মমণ্ডলীয় ঝড় তৈরি হয়েছে।

এদিকে, দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দিতওয়ার আঘাতে আরো ৪৬ জনের মৃত্যু হয়েছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান সুহারিয়ানতো জানিয়েছেন, দেশটির সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এখনো ৭৯ জন নিখোঁজ রয়েছে। হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে।

মালয়েশিয়ার সরকার বলছে, দেশটিতে বন্যায় কয়েকজনের মৃত্যু হয়েছে। ৩০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছে।

থাইল্যান্ড সরকার বলছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় আটটি প্রদেশে বন্যায় এ পর্যন্ত ১৪৫ জনের মৃত্যু হয়েছে। বন্যায় ৩৫ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: আরব নিউজ, দ্য গার্ডিয়ান

সর্বশেষ সংবাদ

সরকার অধিকাংশ ক্ষেত্রে আমলাতন্ত্রের সিদ্ধান্তে নতিস্বীকার করেছে: ইফতেখারুজ্জামান

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের তুলনায় আমলাতন্ত্রের একটি অংশ বেশি প্রভাবশালী। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ