spot_img

অ্যাকশন সিনেমায় আরিফিন শুভর নায়িকা মিম

অবশ্যই পরুন

ফের একসঙ্গে জুটি বাঁধছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। গোপনে চলছে ছবির শুটিং এমনটাই শোনা যাচ্ছে।

সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। দুজনকে একসঙ্গে শেষবার দেখা গিয়েছিল গোলাম সোহরাব পরিচালিত থ্রিলার ‘সাপলুডু’ সিনেমায়। চার বছর পর আবার জুটি বাঁধছেন তারা।

তবে এ বিষয়ে মুখ খুলছেন না পরিচালক সাইফ চন্দন থেকে শুরু করে নায়ক–নায়িকা, কেউই।

সিনেমাটি পরিচালনা করছেন সাইফ চন্দন। এটি তার সপ্তম সিনেমা। সবশেষ তার পরিচালিত ‘লোকাল’ সিনেমায় অভিনয় করেছেন আদর আজাদ ও শবনম বুবলী। এবার প্রথমবারের মতো তিনি একসঙ্গে কাজ করছেন আরিফিন শুভ ও মিমকে নিয়ে।

পরিচালক জানিয়েছেন, সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে ভিন্ন একটি সূত্রে জানা গেছে, ছবির নাম ‘মালিক’ অথবা ‘শিকার’ এই দুই নামের যে কোনো একটি হতে পারে। শুটিং যে বেশ জোরেশোরে চলছে, তা জানা গেছে ইউনিট–সংশ্লিষ্ট একাধিক সূত্রে। চলতি মাসের শুরুতে রাজশাহীর পবা এলাকায় শুটিং শুরু হয়। বর্তমানে নাটোরে চলছে টানা কাজ। গল্প অ্যাকশন ঘরানার, যেখানে শুভ ও মিমকে দর্শক দেখবেন একদম নতুনভাবে। চরিত্রের প্রয়োজনে দুজনই কঠোর ডায়েট ও ফিটনেস ট্রেনিং নিয়েছেন বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

তফসিলের ২ বিষয়ে সংশোধনী এনে ইসির প্রজ্ঞাপন

আপিলের সময়সীমা ২ দিন কমানোর পাশাপাশি আপিল নিষ্পত্তির সময় ২ দিন বাড়িয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন করেছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ