spot_img

দুদক কর্মকর্তাদের সম্পদের হিসাব দেয়া বাধ্যতামূলক: প্রেস সচিব

অবশ্যই পরুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন নিয়ম চালু করছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে দুদক কর্মকর্তাদের নিয়মিত তাদের সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে হবে। এই বিধান রেখে ‘দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, দুদক অধ্যাদেশ ছাড়াও বৃস্পতিবারের বৈঠকে আরও তিনটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ অনুমোদন দেয়া হয়েছে।

সেগুলো হলো—জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, মানব পাচার প্রতিরোধ ও অভিবাসন অধ্যাদেশ এবং রাজউক আইন ২০২৫।

প্রেস সচিব আরও জানান, বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সারা দেশে ভবন নির্মাণে শৃঙ্খলা ফেরাতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আদলে কোনো তদারকি সংস্থা গঠন করা সম্ভব কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। লো স্কোরিং ম্যাচে জয়ের শঙ্কা থাকলেও দারুণ বোলিংয়ে ৩৯ রানের...

এই বিভাগের অন্যান্য সংবাদ