spot_img

জি-২০ শীর্ষ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার অংশগ্রহণ নিষিদ্ধ করলেন ট্রাম্প

অবশ্যই পরুন

আগামী বছর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হতে চলা জি-২০ শীর্ষ সম্মেলনে ডাক পাবে না দক্ষিণ আফ্রিকা।

বুধবার (২৬ নভেম্বর) নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, দক্ষিণ আফ্রিকায় সংখ্যালঘু শ্বেতাঙ্গদের ওপর হওয়া নির্যাতনের প্রতিবাদে নেয়া হয়েছে এ সিদ্ধান্ত।

চলতি বছরের জি-২০ সম্মেলনে যুক্তরাষ্ট্র অংশ নেয়নি। ওয়াশিংটন তখন বলেছিল, দক্ষিণ আফ্রিকার বাণিজ্য সহযোগিতা ও জলবায়ু ইস্যুসহ যেসব অগ্রাধিকার রয়েছে, তা মার্কিন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এর জবাবে রেওয়াজ অমান্য করে চলতি বছরের জলবায়ু সম্মেলন শেষে মার্কিন দূতাবাসের প্রতিনিধির কাছে সভাপতিত্ব হস্তান্তরে অস্বীকৃতি জানায় স্বাগতিক দেশ দক্ষিণ আফ্রিকা।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফ্লোরিডায় আসন্ন জি-টুয়েন্টি সম্মেলনে দক্ষিণ আফ্রিকাকে অন্তর্ভুক্ত করবে না ২০২৬ এর স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র।

সর্বশেষ সংবাদ

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পথে নিউজিল্যান্ড

ব্যক্তি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগে প্রবেশ করার দিকে হাঁটছে নিউজিল্যান্ড ক্রিকেট। দেশটির ঘরোয়া ক্রিকেটে এনজেড২০ নামে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট...

এই বিভাগের অন্যান্য সংবাদ