spot_img

পশ্চিম তীরে অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী

অবশ্যই পরুন

ইসরায়েলের সেনাবাহিনী বুধবার অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করেছে, যেখানে এক স্থানীয় গভর্নর এএফপিকে জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী বেশ কয়েকটি শহরে অভিযান চালিয়েছে।

এক সংক্ষিপ্ত যৌথ বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা জানিয়েছে, তারা ফিলিস্তিনি অঞ্চলের উত্তরাংশে “বিস্তৃত সন্ত্রাসবিরোধী অভিযান” শুরু করেছে।

তারা জানিয়েছে, তারা “এলাকায় সন্ত্রাসকে শিকড় গাঁড়তে দেবে না এবং তা ব্যর্থ করতে সক্রিয়ভাবে কাজ করছে।” অভিযান সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে বলে উল্লেখ করা হয়।

ইসরায়েলি সেনাবাহিনী এএফপিকে নিশ্চিত করেছে, এটি একটি নতুন অভিযান এবং এটি ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হওয়া “আয়রন ওয়াল” নামে পরিচিত অভিযানের অংশ নয়, যা মূলত উত্তর পশ্চিম তীরের ফিলিস্তিনি শরণার্থী শিবিরগুলোকে লক্ষ্যবস্তু করেছিল।

ইসরায়েল ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর দখল করে রেখেছে।

সূত্র: আরব নিউজ

 

সর্বশেষ সংবাদ

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত: ইসি সচিব

আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। সেই হিসাবে ফেব্রুয়ারির...

এই বিভাগের অন্যান্য সংবাদ