spot_img

রোমাঞ্চকর লড়াইয়ে শেষ হাসি পিএসজির

অবশ্যই পরুন

টটেনহ্যামের বিপক্ষে পিছিয়ে থেকেও দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখে পিএসজি পেয়েছে দাপুটে জয়। ঘরের মাঠে ৫-৩ গোলের এই জয়ে হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহা।

পিএসজি ও টটনহ্যামের ম্যাচে প্রথম মিনিট থেকেই পজেশন রেখে আক্রমণের চেষ্টা করতে থাকে পিএসজি। ৩৫ মিনিটে প্রথম প্রচেষ্টাতেই টটেনহ্যামকে এগিয়ে নেন রিচার্লিসন। ১০ মিনিট পর দর্শনীয় গোলে সমতা টানেন ভিতিনিয়া। ১-১ সমতায় বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে মুয়ানির গোলে টটেনহ্যাম এগিয়ে গেলেও তিন মিনিট পরই পিএসজিকে সমতায় ফেরান ভিতিনিয়া। এরপর অল্প সময়ে আরও দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পিএসজি। ৭২তম মিনিটে কোলো মুয়ানির দ্বিতীয় গোলে লড়াইয়ে অল্প সময়ের জন্য হলেও নতুন নাটকীয়তার সম্ভাবনা জাগে। কিন্তু চার মিনিট পরই সফল স্পটকিকে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন ভিতিনিয়া।

রোমাঞ্চকর এই জয়ে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে পিএসজি। ৮ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে নেমে গেছে স্পার্সরা।

সর্বশেষ সংবাদ

পুরুষদের যেসব কাণ্ডে বিস্মিত অভিনেত্রী

মারাঠি ও হিন্দি সিনেমার পরিচিত মুখ গিরিজা ওক। সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকার ঘিরে রাতারাতি জাতীয় ক্রাশে পরিণত হন তিনি।...

এই বিভাগের অন্যান্য সংবাদ