spot_img

বায়ার্নকে প্রথম হারের স্বাদ দিয়ে শীর্ষে আর্সেনাল

অবশ্যই পরুন

বায়ার্ন মিউনিখকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের টেবিল টপার আর্সেনাল। এই ম্যাচ দিয়ে মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বাভারিয়ানরা।

বল দখলে বায়ার্ন শুরু থেকে এগিয়ে থাকলেও বারবার তাদের রক্ষণে হানা দিচ্ছিল আর্সেনাল। ২২তম মিনিটে মৌসুমে আরেকটি সেটপিস থেকে গোল করে এগিয়ে যায় স্বাগতিকরা। বুকায়ো সাকার কর্নারে লাফিয়ে হেডে জালে বল পাঠান ডাচ ডিফেন্ডার টিম্বার। জবাব দিতে অবশ্য বেশি সময় লাগেনি বায়ার্নের। ৩২ মিনিটে কার্লের গোলে সমতায় ফেরে বাভারিয়ানরা।

দ্বিতীয়ার্ধে আরও চড়াও হয় আর্সেনাল। ৫৮তম মিনিটে আর্সেনালের আরেকটি কর্নারে মিকেল মেরিনোর হেড পোস্টের বাইরে দিয়ে যায়। দুই মিনিট পর কাছ থেকে মোসকেরার হেড ফিরিয়ে দেন নয়ার। ৬৯তম মিনিটে মাদুয়েকের গোলে লিডে যায় আর্সেনাল। গোলকিপার নয়ারের ভুলে ৭৭তম মিনিটে ব্যবধান বাড়িয়ে বায়ার্নের ঘুরে দাঁড়ানোর পথ আরও কঠিন করে তোলেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।

ম্যাচ জয়ের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের টেবিল টপারও এখন আর্সেনাল। প্রাথমিক পর্বে একমাত্র দল হিসেবে প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিই জিতে ১৫ পয়েন্ট গানারদের।

১২ পয়েন্ট নিয়ে পরের চারটি স্থানে যথাক্রমে আছে পিএসজি, বায়ার্ন, ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদ।

সর্বশেষ সংবাদ

ইয়ামালকে সতর্ক করে সাফল্য ধরে রাখার বার্তা দিলেন নাদাল

মাত্র ১৮ বছর বয়সেই অসাধারণ সাফল্য পেয়েছেন লামিন ইয়ামাল। ক্লাব ও জাতীয় দলের হয়ে আলো ছড়ানো এই তরুণকে ঘিরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ