spot_img

বিসিএসের লিখিত পরীক্ষা বর্জনের ঘোষণা আন্দোলনরতদের

অবশ্যই পরুন

আগামীকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে আন্দোলনরতরা। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এই ঘোষণা দেন তারা।

আন্দোলনরতরা বলেন, আমরা প্রতারণার শিকার। সরকারের উপরের মহল আমাদের আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করেছে। কিন্তু কোনও সমাধান করেনি। আমরা ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা বর্জন করলাম। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে তা দেখতে চাই। যদি অধিকাংশ সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ না নেয় তাহলে নির্বাচন পরবর্তী রাজনৈতিক সরকারের কাছে এই পরীক্ষা পুনরায় আয়োজনের জন্য দাবি জানাবো।

সর্বশেষ সংবাদ

অস্ট্রেলিয়া থেকে ইহুদিবিদ্বেষ পুরোপুরি নির্মুলের ঘোষণা

অস্ট্রেলিয়া থেকে ইহুদিবিদ্বেষ পুরোপুরি নির্মুলের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। এছাড়া ইহুদি বিদ্বেষ মোকাবেলায় বিশেষ দূত নিয়োগ দেয়া...

এই বিভাগের অন্যান্য সংবাদ