spot_img

কাগজের কাপে চা-কফি? অজান্তেই হতে পারে যে ক্ষতি

অবশ্যই পরুন

এখন বহু দোকানেই চা বা কফি কাগজের কাপে পরিবেশন করা হয়। আপাতদৃষ্টিতে তা স্বাস্থ্যকর মনে হলেও সেখানে সমস্যা রয়েছে। চিকিৎসকেদের মতে, এই ধরনের কাপও শরীরের পক্ষে ক্ষতিকর।

কাগজের কাপের সমস্যা

মাইক্রোপ্লাস্টিক এখন সর্বত্র ছড়িয়ে পড়ছে। তাই প্লাস্টিক রোধের প্রচেষ্টা হলেও তা সফল হচ্ছে না। খাবার থেকে শুরু করে দৈনন্দিন জীবনের ব্যবহার করা একাধিক জিনিসের মধ্যে মাইক্রোপ্লাস্টিক রয়েছে। কাগজের কাপেও এই ধরনের প্লাস্টিক রয়েছে। কাগজের কাপের ভিতরের দিকে জলরোধী একটি পাতলা আবরণ থাকে, যা মূলত প্লাস্টিক (পলিথিলিন) থেকে তৈরি হয়। চিকিৎসকেদের দাবি, চা বা কফির উচ্চ তাপে কাগজ থেকে প্লাস্টিক পানীয়ের মধ্যে মেশে। ফলে তা সহজেই দেহে প্রবেশ করতে পারে। চিকিৎসকেদের মতে, গরম পানীয়ের স্পর্শে ২৫ হাজার মাইক্রনের থেকে ক্ষুদ্র প্লাস্টিক কাপের তরলে মিশে যায়।

কাগজের কাপের বিকল্প কী

গরম পানীয়ের ক্ষেত্রে সবচেয়ে ভাল বিকল্প কাচের বা স্টেইনলেস স্টিলের তৈরি কাপ। এই ধরনের পাত্রে কোনও প্লাস্টিক থাকে না এবং পানীয়ের তাপমাত্রাও অনেকক্ষণ নিয়ন্ত্রণে থাকে। বাড়ি বাইরে যে কোনো জায়গায় গরম পানীয় পান করার ক্ষেত্রে নিজের কাপ সঙ্গে রাখা যেতে পারে। তার ফলে মাইক্রো প্লাস্টিক বা অন্য কোনো রকমের সংক্রণের ঝুঁকি থাকে না।

সর্বশেষ সংবাদ

যুদ্ধ সমাপ্তির পরিকল্পনা চূড়ান্ত করতে রাশিয়ায় শীর্ষ কূটনীতিক পাঠাচ্ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করতে চুক্তি সম্পন্ন করার বিষয়ে ইচ্ছুক রাশিয়া। সেজন্যই মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ